Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সমাজ সহিলদেও ইউনিয়ন

 নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সমাজ সহিলদেও ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ সমাজ সহিলদেও  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। এর আয়তন ৭৮৫৭ একর।এর উত্তরে বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পূর্বে মাঘান সিয়াধার ইউনিয়ন দক্ষিনে আটপাড়া উপজেলার লুনেশ্বর এবং পশ্চিমে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন।

 ক) নাম – ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –৭৮৫৭ একর (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৫,১৮১ জন  (২০১৮ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৮  টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -০৫টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –মাইক্রো /সিএজি/রিক্সা ।  

জ) শিক্ষার হার – ২৮.১১%। (পুরুষ ৩১.১৭ %,মহিলা ২৪.৯৭%,(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,

    মাদ্রাসা- ০৩ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –(জনাব আমিনুল ইসলাম খান সোহেল)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩৮টি,(মসজিদ: ২৮টি,মন্দির ১০টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০২ টি ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৯৭ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                   ১) শপথ গ্রহণের তারিখ – ২৬/০৭/২০১৬ ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৭/০৭/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৬/০৭/২০২১ ইং